দেখে নিন কিভাবে জিপি-জিপি ব্যালেন্স ট্রান্সফার করবেন। (যারা জানেন না, শুধু তাদের জন্য)

দেখে নিন কিভাবে জিপি-জিপি ব্যালেন্স ট্রান্সফার করবেন। (যারা জানেন না, শুধু তাদের জন্য)

ন্ধুরা। Author হওয়ার পর এটাই আমার প্রথম পোস্ট। আশা করি সবাই ভালো আছেন। এই পোস্টে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জিপি-জিপি তে আপনার ব্যালেন্স ট্রান্সফার করবেন। তাহলে চলুন শুরু করা যাক—

১) প্রথমেই প্লেস্টোর থেকে MyGP এপটি ইন্সটল করে নিন।

২) আপনার ডাটা কানেকশন অন রেখে MyGP এপ এ ঢুকুন। তাহলে আপনি এরকম পেজ দেখতে পাবেন।

৩) নিচের দিকে স্ক্রল করে এখানে ক্লিক করুন
৪) তারপর Register Now এ ক্লিক করুন 
৫) এরপর আপনার ফোনে একটি sms আসবে, যার মধ্যে একটি পিন কোড দেওয়া থাকবে। এটি যত্ন করে সংগ্রহ করে রাখুন। আমার রেজিস্টার করা আছে, তাই কোনো sms আসে নি।
৬) এরপর ছবির মত করে কাজ করে Transfer বাটনে ক্লিক করলেই আপানর ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে।
(বি.দ্র : আপনি শুধুমাত্র ৫০-১০০ টাকা একবারে ট্রান্সফার করতে পারবেন এবং প্রতিবার ট্রান্সফার বাবদ ২ টাকা কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ৫০ টাকা ট্রান্সফার করেন, তাহলে ৪৮ টাকা ট্রান্সফার হবে)
কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
ধন্যবাদ।